অধ্যক্ষের বানী

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সতত পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে মানুষের চাহিদা ও জীবনধারা। এ গতিপথে একবিংশ শতাব্দীর মূল চ্যালেঞ্জ প্রযুক্তির বিকাশ। পরিবর্তিত জীবন ধারার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন বিজ্ঞান মনষ্ক, প্রযুক্তি নির্ভর যুগোপযোগী শিক্ষার। কালের চাহিদার প্রতি লক্ষ্য রেখেই এ্যাপোলো ইনস্টিটিউট এর প্রতিষ্ঠা; প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধ্যমত অত্র অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে প্রযুক্তি নির্ভর শিক্ষা বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। সুদক্ষ-আন্তরিক পরিচালনা কমিটির দক্ষ পরিচালনা, দৃঢ় প্র্ত্যয়ী শিক্ষক মন্ডলীর সুনিপুণ-আন্তরিক পাঠদানের ফলে ধারাবাহিক সাফল্য লাভের সাথে সাথে সুধিজনের অকুন্ঠ সমর্থন-প্রশংসাও পাচ্ছে প্রতিষ্ঠানটি। ন্যূনতম আত্মতুষ্টিতে না ভোগে প্রতিনিয়ত শিক্ষার্থীদের পাঠউন্নয়নসহ মানসিক বিকাশে আমরা নিবেদিত।

শিক্ষায় পশ্চাৎপদ এ অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীগণ এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার এইচ,এস,সি (বি,এম) কলেজ এ যুগোপযোগী আধুনিক শিক্ষা গ্রহণ করে উচ্চ শিক্ষা গ্রহণসহ জাতীয় ও আন্তর্জাতিক বাজারে চাকুরীর সুযোগ নিয়ে ব্যক্তি-পরিবার-সমাজ উন্নয়ন তথা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে, আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি।

সবাইকে আন্তরিক ধন্যবাদ; এ্যাপোলো পরিবারে স্বাগতম।

এ, আর, এম, শামছুর রহমান

অধ্যক্ষ ও সহ: প্রতিষ্ঠাতা

এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার

ভালুকা, ময়মনসিংহ।