প্রতিষ্ঠাতার বাণী

‘কম্পিউটার স্বাক্ষরতা তথা কারিগরি শিক্ষা ছাড়া জনসংখ্যারভারে ন্যুয্য এ দেশের উন্নয়ন সম্ভব নয়’ এ বোধ থেকে আমার জ্যাষ্ঠ পুত্রের আগ্রহে ও প্রচেষ্ঠায় প্রযুক্তিজ্ঞান জ্ঞানের আলোয় আলোকিত উন্নত সমাজ গড়ার লক্ষ্যে ১৯৯৬ সালের ১০ মে এ প্রতিষ্ঠা করা হয় এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার। শুরুতে এটা ছিল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, পরবর্তীতে (২০০০ সালে) একে ব্যবসায় ব্যবস্থাপনা (বি,এম) কলেজে রূপান্তর করা হয়। প্রতিষ্ঠার পর হতে সীমিত সামর্থের মধ্যে কম্পিউটার জ্ঞান বিতরণের অতিপ্রয়োজনীয় এ কাজটি অদম্য নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে চলেছে এই প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে এ প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ডে চার বার দেশসেরা দশ প্রতিষ্ঠানের একটি; ৭ বার শতভাগ ফলাফল অর্জনসহ ধারাবাহিক ভাবে জিপিএ ফাইভ বৃদ্ধিতে অবদান রেখে অত্র অঞ্চলে ফলাফলের দিক হতে শীর্ষ স্থান অধিকার করে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এ ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি যাতে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে তার জন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমি এ ব্যাপারে অত্র এলাকার সকলের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করছি।

 

শামসুদ্দিন আহম্মদ

প্রতিষ্ঠাতা

এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার

এইচ,এস,সি (বি,এম) কলেজ

ভালুকা, ময়মনসিংহ।